নিজস্ব সংবাদদাতা : রাজনীতিতে আসতে চান, সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। সেই সুযোগ দিচ্ছে বিজেপি। এবার আপনিও পদ্মশিবিরের প্রার্থী হিসেবে ২৯৪টি আসনের মধ্যে যে কোনও একটি থেকে লড়াই করতে পারবেন। তার জন্য নিজের নাম ঠিকানা, পরিচয়-সহ বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে বিজেপির ড্রপ বক্সে। এমনটাই জানাল বঙ্গ বিজেপি।মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি দপ্তরে এই ড্রপ বক্সটিতে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চালু হল। চাকরিজীবী থেকে ব্যবসায়ী কিংবা বাড়ির গিন্নি, যে কেউ আবেদন করতে পারেন। ড্রপ বক্স ভরতি হয়ে গেলে তা ঝাড়াই-বাছাই করে পাঠানো হবে দিল্লিতে। সেখানেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।তবে এই প্রথমবার নয়, গত বছরের লোকসভা ভোটের আগেও এমনই ড্রপ বক্সের ব্যবস্থা করেছিল বিজেপি। জানা যায়, দেড় মাসে প্রায় এক হাজার আবেদন জমা পড়লেও তা থেকে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তবে সেবার ৪২টি আসনের জন্য প্রার্থীরা আবেদন জানাতে পেরেছিলেন। বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, ‘যত দিন যাচ্ছে, বাংলাতেও বিজেপির জনপ্রিয়তা বাড়ছে। সমাজের বিভিন্নস্তরের মানুষ এখনও সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু তাঁদের অনেকেই প্রার্থী হতে চান। তাঁদের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
Report by Mitali Ghosh
Reported on – 29/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন