নিজস্ব সংবাদদাতা : ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জাতীয় গ্রন্থাগারে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। তার আগে জানালেন ,নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে গোটা দেশে পালন করবে কেন্দ্রের সরকার। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি অবশ্য কেন্দ্র এখনও মানেনি বা সে ব্যাপারে বিবেচনার কথা জানায়নি। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে নরেন্দ্র মোদি সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই কমিটিতে সমস্ত রাজনৈতিক দল ও বিভিন্ন দিকের দিকপাল ও নেতাজি গবেষকদের রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কমিটিতে রাখা হয়েছে। আগামী এক বছর ধরে গোটা দেশে ওই কমিটি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করবে। এদিকে বিশেষভাবে স্মরণ করতে নেতাজির জন্মলগ্নে অর্থাত্ ২৩ জানুয়ারি বেলা সওয়া ১২টায় শঙ্খ,উলুধ্বনি বা আজান দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বাংলা তথা ভারত ও সারা বিশ্বের বাঙালি ও নেতাজি-অনুরাগীদের কাছে এই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে কিছুদিন আগে নবান্নের বৈঠকে ২৩ জানুয়ারি ও সারা বছর নেতাজির জন্মবার্ষিকী কীভাবে পালন করা যেতে পারে তার একটি পরিকল্পনাও তৈরি করে দেন বাংলার মূখ্যমন্ত্রী
Report by web desk
Reported on – 19/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা