নিজস্ব সংবাদদাতা : দিনেদুপুরে গুলি চললো নৈহাটির গৌরীপুরে। রাজেশ সাউ নামে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এক দুধ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। ওই ব্যবসায়ীর ছেলে আকাশ সাউ জানান, কাজ থেকে ফিরে শনিবার দুপুরে খেতে বসেছিলেন রাজেশ। তখন তাঁকে ডেকে পাঠায় তাঁর বন্ধু সন্তোষ যাদব। তাই খেয়ে উঠে বেরিয়ে যান তিনি। একটু পরেই মিল গেটের সামনে গুলির শব্দ শুনে সবাই ছুটে যান। গুলিবিদ্ধ অবস্থাতেই খানিকটা ছুটে এসে মাটিতে গড়িয়ে পড়ে যান রাজেশ। রেললাইনের ধারে মদের দোকান খোলা নিয়ে দু’তিন মাস আগে সন্তোষ যাদবের সঙ্গে রাজেশের বচসা হয়েছিল বলে জানিয়েছেন রাজেশের বাড়ির লোক। তাঁরা জানান মদের দোকান খোলায় বাধা দিয়েছিলেন রাজেশ। এ দিন আলোচনার জন্য ডেকেছিল সন্তোষ। বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যেতেই রাজেশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত