ওয়েব ডেস্ক ::
প্রয়াত হলেন কিংবদন্তি সন্তুর-বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি।
হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে মৃত্যু হল তাঁর। গত ছ’ মাস ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়। চলছিল ডায়ালিসিস। সোমবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে সব শেষ হয়ে গেল।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আঙিনায় সুরের যে যন্ত্রটি সেতার, সরোদ, বাঁশির মতো পরিচিত ছিল না, সেই সন্তুরকে বিশ্বের দরবারে নতুন করে চেনান শিবকুমার। ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুতে জন্ম তাঁর, ১৩ বছর বয়সে হাতেখড়ি সন্তুরে। ১৯৫৫ সালে মুম্বইয়ে তাঁর প্রথম মঞ্চে আত্মপ্রকাশ। ৫৬ সালে ‘ঝনক ঝনক পায়েল বাজে’ ছবির একটি দৃশ্যের আবহ সঙ্গীত তাঁর করা। চার বছর পর প্রথম সোলো অ্যালবাম।

কিংবদন্তি বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনি’ ‘ডর’ সহ একাধিক ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কালজয়ী কাজ করেছিলেন। দু’জনের এই জুটি বিখ্যাত হয়ে যায় ‘শিব-হরি’ নামে। এই দু’জনের সঙ্গে যোগ হন গিটারিস্ট বৃজভূষণ কাবরা। তিন জনের মিলে ১৯৬৭ সালে প্রকাশ করেন কনসেপ্ট অ্যালবাম ‘কল অফ দ্য ভ্যালি’। বিশ্বজুড়ে প্রবলভাবে প্রশংসিত হয় এই অ্যালবাম।
Advertisement ::

Youtube , faceBook : dishashaktinews // www.dishashaktinews.com
More Stories
রাজনীতি করে নয় , মানুষকে ভালোবেসে মন জিতেছেন ঘরের মেয়ে ইতু
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ
বৃষ্টিভেজা নর্দান পার্কে সুপারহিট FOOTBALL CARNIVAL -২০২২ রবিবার মেগা ডে