নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা চিন্তা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন । কিন্তু কেন? একান্ত ঘনিষ্ঠ মহলে বরিস জনসন নাকি জানিয়েছেন , ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে যা পাচ্ছেন তা দিয়ে সংসারের খরচ কুলিয়ে উঠতে পারছেন না। প্রধানমন্ত্রী হওয়ার আগে শুধুমাত্র খবরের কাগজে কলম লিখে তিনি ২৩ হাজার পাউন্ড উপার্জন করতেন, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় ২২লাখ টাকা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা করেও আলাদা আরও বেশকিছু অর্থ তার আয় হতো। দেখা গিয়েছে কোনও মাসে তার উপার্জনের অংক ১.৬০ লক্ষ পাউন্ড।বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন বছরে বেতন বাবদ পান ১,৫০,৪০২ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় দেড় কোটি টাকার মতো।প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে অনেক বেশি তার আয় ছিল। ফলে আয়ের কথা চিন্তা করে তিনি ফের পুরনো পেশাতে ফিরে যেতে চাইছেন বলে বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর। ব্রিটিশ পার্লামেন্টের এক এমপি জানিয়েছেন, বরিস জনসনের ঘাড়ে বেশ কিছু দায়িত্ব রয়েছে সেগুলি মেটাতে গিয়ে এই বেতনে তিনি হিমশিম খাচ্ছেন। তার কাঁধে রয়েছে ছয় সন্তানের ভরণপোষণের ভার। তাছাড়া প্রাক্তন স্ত্রীকে খোরপোষ দিতে হয় তাকে। যদিও বরিস জনসন পদত্যাগের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করলেও , এক্ষুনি তিনি পদত্যাগ করছেন না বলে জানা গেছে । অন্তত ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। দেশকে করোনা পরিস্থিতির কঠিন সময় থেকে বের করে আনাটাও তাঁর লক্ষ্য।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল