বহুদিন ধরেই জাতীয় রাজনীতিতে বহু চর্চিত একটি দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)। আসাদুদ্দিন ওয়াইসিও বারবার উঠে এসেছে শিরোনামে। তবে তাঁর সীমাবদ্ধতা ছিল শুধুমাত্র হায়দরাবাদেই। সেখানেই চলত দলীয় কাজকর্ম। তবে এবার আস্তে আস্তে অন্যান্য রাজ্যেও পা রাখছে এই দল। ধীরে ধীরে সবার অলক্ষ্যেই বিস্তার করে ওয়াইসির সংগঠন। এমনকি বাংলার নির্বাচনেও চোখ থাকবে তাদের দিকে।
বিহারে নির্বাচনে সেই আশঙ্কাই সত্যি হয়ে গিয়েছে। বাংলা লাগোয়া বিহারের জেলাগুলির মুসলিম ভোটব্যাঙ্কে বড় রকম ভাগ বসালেন। পাঁচটি আসনে জয়ী হয়েছে তাঁর দল। গণনা যখন শেষের দিকে, তখনও তাঁর দলের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠাএ সম্ভাবনা ছিল।
বিহারে ২০টি আসনে লড়ে ৫টি আসন দখল করাটা যথেষ্ট গুরুত্বের। এর মধ্যে ৪টি আসনই পশ্চিমবঙ্গের গা-ঘেঁষা। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি আসনে এমআইএম মুসলিম ভোটে ভাগ বসানোর বিজেপির সুবিধে হয়ে গিয়েছে। এসব আসনেরও অধিকাংশই পশ্চিমবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুরের লাগোয়া। বিহারে ভোটের প্রচারে গিয়েই ওয়েইসি ঘোষণা করেছেন, আগামী বছর তিনি বাংলার বিধানসভার ভোটের ময়দানে নামবেন।
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল