নিজস্ব সংবাদদাতা : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে প্রথমে বচসা। তারপর ধারালো অস্ত্র দিয়ে একে অপরের বিরুদ্ধে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাংনা মাঠপাড়ায়। সূত্রের খবর ,ইয়াসমিনা বিবি নামে এক গৃহবধূ জানান তাঁর শ্বশুর গুড়ের পাওনা দুইশো টাকা চাইতে গেলে এই নিয়ে বচসা শুরু হয়। এরপর প্রতিবেশী আশরাফ তাঁদের বাড়িতে ঢুকে তাঁর শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। দুই দেওর আনারুল শেখ ও আব্দুল শেখকেও মারধর করা হয়। তবে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেন প্রতিবেশী রেকসোনা বিবি। তিনি জানান, গুড়ের পাওনা টাকা চেয়ে তাঁর বাবাকে গালিগালাজ করা হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। তখন তাঁদের বাড়ির তিনজনকে মারধর করা হয়। জানা গিয়েছে, এই ঘটনায় দুইজন মহিলা সহ সাতজন জখম হয়েছে। তাঁদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে। এঁদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন