নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ে বিদ্যুত্-বিভ্রাটের ঘটনা নজিরবিহীন, কিন্তু সোমবার সকালে বিদ্যুত্-বিভ্রাটের সাক্ষী থাকল বাণিজ্য নগরী। মুম্বই শহর ছাড়াও শহরতলিতে (থানে, মীরা ভায়ান্দার) এদিন সকালে আচমকাই বিদ্যুত্ চলে যায়। গ্রিড-বিভ্রাটের জেরে ব্যাহত হয়েছে মুম্বই শহরতলির ট্রেন পরিষেবা। ফলে দুর্ভোগে পড়েন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রেল যাত্রীরা। সকাল দশটা থেকেই ছত্রপতি শিবাজি টার্মিনাস-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের বাসিন্দারা জানিয়েছেন, কী প্রবল দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। ট্রেন থেকে নেমে রেললাইন ধরে যাত্রীদের হেঁটে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনও। ওয়েস্টার্ন রেলওয়ের আওতায় থাকা চার্চ গেট থেকে ভাসাই রেলওয়ে স্টেশনের মধ্যে ট্রেন দাঁড়িয়ে পড়ে সবই। সেন্ট্রাল রেলওয়ের আওতায় সিএসএমটি থেকে কল্যাণ পর্যন্ত ট্রেন দাড়িয়ে পড়ে। শহরের ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের তরফে জানানো হয়েছে, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুত্ বিপর্যয়।বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশন একাধিক হেল্পলাইন চালু করেছে গোটা ঘটনার সঙ্গে মোকাবিলা করার জন্য। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা বলা হয়েছে, এদিনের পরীক্ষা সব ১৮ তারিখ, রবিবার হবে। আপাতত এদিন স্নাতক ও স্নাতকোত্তরের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। মুম্বইয়ের প্রশাসনের পক্ষ থেকে ধৈর্য ধরতে বলা হয়েছে, দ্রুত এই সমস্যা দূর করার চেষ্টায় সচেষ্ট প্রশাসন।
Reported on – 12-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল