নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপে বরাবর মদত দেয়, তার তথ্যপ্রমাণ আন্তর্জাতিক মহলকে দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিরাও এই দলে ছিলেন। গত ১৯ নভেম্বর নাগরোটায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় চার পাক জঙ্গি। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক। নিহতরা যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য, তার স্পষ্ট প্রমাণ মেলে। তার পরেই পাকিস্তানের জঙ্গিদের মদত দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরার প্রচেষ্টা শুরু করে নয়াদিল্লি। সেই মতোই সেই সব তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয়েছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে।রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি নিউ ইয়র্কে জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান মিথ্যে কথার দলিল পেশ করেছে।রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটারেসের উপস্থিতিতেই এই অভিযোগ করে ভারত। এদিন তিরুমূর্তি জানান, ভুয়ো কান্না কেঁদে সমবেদনা আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। সন্ত্রাসের ভিত্তিভূমি হয়ে ওঠার পারেও পাকিস্তান কীভাবে এত মিথ্যে তথ্য পেশ করতে পারে, তা ভাবনার বিষয় বলে এদিন জানান ভারতের স্থায়ী প্রতিনিধি।ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংগলা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও জাপানের সামনে পাকিস্তানের মুখোশ খোলেন। তিনি জানান, একের পর এক ঘটনায় উপত্যকায় অশান্তি ছড়াতে চাইছে পাকিস্তান। ভারতীয় সেনারা সেই হামলার কড়া জবাব দিয়ে চলেছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল