অ্যামাজন প্রাইমের খ্যাতনামা ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এর জন্য ‘সেরা সহ-অভিনেত্রী’র পুরস্কার গিয়েছে স্বস্তিকার ঝুলিতে। তবে শুধু তিনিই নন, অনুষ্কা শর্মা প্রযোজিত ‘পাতাললোক’-এ অভিনয় করা আরেক বাঙালি অভিনেতাও কিন্তু ‘সেরা সহ-অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন। দর্শকদের কাছে যিনি কিনা ‘হাতোড়া ত্যাগী’ নামেই পরিচিত। আজ্ঞে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
‘পাতাললোক’ সিরিজে সারমেয়-প্রেমী গৃহবধূ মিসেস ডলি মেহেরার চরিত্রে অভিনয় করে স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন সাড়া ফেলে দিয়েছিলেন। স্বয়ং বিদ্যা বালান এবং অনুষ্কা শর্মা তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। ঠিক তেমনটাই ঘটেছিল ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তাঁর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ প্রযোজক অনুষ্কা, পঙ্কজ ত্রিপাঠি থেকে আরও অনেকে। অতঃপর দুই ‘পাতাললোক’ তারকারই আনন্দ যেন আর বাঁধ মানছে না!
Report by web desk
Reported on – 16/02/2021
New Hopes New Visions
More Stories
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড