নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে এবার বর্ষার বিদায় বেশ কিছুটা সময় পিছিয়ে যায়। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা-বিদায় শুরু হয়েছিল। মৌসম ভবন -এর ক্যালেন্ডার অনুযায়ী দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর রাজস্থানের জয়সলমের ও বিকানের থেকে। সেই বর্ষা-বিদায় ১১ দিন পরে ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল। এরপর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ থাকায় বর্ষা-বিদায় রেখা কার্যত থমকে গিয়েছে মধ্য ভারতে। উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশ হয়ে গুজরাত পর্যন্ত এই বর্ষা-বিদায় রেখা গত এক সপ্তাহ ধরে একই জায়গায় রয়েছে। আপাতত বর্ষা-বিদায় রেখা ফৈজাবাদ ,ফতেপুর ,রাজগড় ,বল্লভ বিদ্যানগর হয়ে পোর বন্দর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কমলে সক্রিয় হতে পারে বর্ষা-বিদায় রেখা। তার ওপরই নির্ভর করছে ঠিক কবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে। তার উপরই নির্ভর করছে এবারের পুজোয় কেমন থাকবে আবহাওয়া।মৌসম ভবন এর ক্যালেন্ডার অনুযায়ী কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ১২ অক্টোবর। বর্ষা-বিদায়ের নতুন ক্যালেন্ডার তৈরি করেছে আবহাওয়া দফতর। আগের ক্যালেন্ডার অনুযায়ী বাংলা থেকে বর্ষা বিদায় নিত ১৪ অক্টোবর। এবারে যেভাবে থমকে রয়েছে বর্ষা-বিদায় রেখা তাতে অক্টোবরের শেষ সপ্তাহ লেগে যেতে পারে বর্ষা বিদায় নিতে। সে কারণেই পুজোর মধ্যে বর্ষা থেকে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। পুজোতে অন্তত প্রথম দু’দিন । অর্থাত্ ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন থাকবে, তেমনি স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুত্-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন