ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। পুজোর আগেই উত্তরবঙ্গ যোগাযোগের আরও দুটি ট্রেন চালু হচ্ছে। দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস, এই দুটি ট্রেন চালু হলেই উত্তরের পর্যটন ঘুরে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে৷
করোনাভাইরাসের জেরে লকডাউনের জন্য বন্ধ ছিল রেল পরিষেবা। আনলক পর্বে উত্তরবঙ্গের পদাতিক এক্সপ্রেস চালু হয়। গত দু’মাস থেকে কেবল এই একটাই ট্রেন দুই প্রান্তের মধ্যে একমাত্র যোগসেতু। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকেই দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস চালু হওয়ার কথা।
দার্জিলিং মেল এবং তিস্তা তোর্সার বুকিং কবে থেকে শুরু হবে, তা দু’এক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে রেল। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ট্রেনগুলি দার্জিলিং মেল বা তিস্তা তোর্সা নামে না চলে স্পেশ্যাল ট্রেন হিসেবে চলবে। তবে তার সূচি ওই ট্রেনগুলির মতোই থাকবে। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি আগের মতোই থাকছে।
Reported on – 10th October 2020
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত