মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

পুজোর আনন্দের মাঝেই করোনা নিয়ে আতঙ্কের খবর রাজ্যে

পরপর তিনদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড। তার সঙ্গে উদ্বেগ বাড়িয়ে তিনদিনই কমল সুস্থতার হার। বুধ, বৃহস্পতি, শুক্র। তিনদিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৪৫৫ জন। সেদিন পর্যন্ত এটাই ছিল রেকর্ড। কিন্তু, বৃহস্পতিবারই সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হন ৩ হাজার ৫২৬ জন। শুক্রবারই আবার পুরনো রেকর্ড ভেঙে তৈরি হল নতুন রেকর্ড। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৩ হাজার ৫৭৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৮৭ হাজার ৬০৩ জন। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৭২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Reported on – 10th October 2020

Share this News
error: Content is protected !!