একদিন আগেই বাংলায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়েছে৷ এবার একদিনে সর্বোচ্চ মৃত্যু৷ এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় যে যার স্থান ধরে রেখেছে৷
বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের নিরিখে কলকাতাকে ফের ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা৷ গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ আর কলকাতায় এই সংখ্যাটা ১২ জন৷ ফলে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৯২৬ জনের৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩০৯ জন৷
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন৷ আর উত্তর ২৪ পরগনায় ৭৫২ জন৷ ফলে কলকাতায় মোট আক্রান্ত ৬৬,৬৮২ জন৷ উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬১,৬২৯ জন৷
বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫,৮০৮ জনের৷ এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে ৩,২৩৫ জনের৷ আর বাকি ২১ জেলায় মাত্র ২,৫৭৩ জন৷ এই তথ্যই বলে দিচ্ছে ,পুজোর মুখে দু’টি জেলায় করোনা মহামারী থেকে অতি মহামারীর দিকে যাচ্ছে৷
শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে এখন ৬,৮৭৩ জন৷ পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও৷ এই জেলায়৬,৬১৬ জন৷ একদিনে বেড়েছে যথাক্রমে ১২৬ ও ৭২ জন৷
তবে কলকাতায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৭ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৭ হাজার ২২৭ জন৷ আর উত্তর ২৪ পরগনায় একদিনে ৬৯৯ জন৷ মোট ৫৩ হাজার ০৩৮ জন৷
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত