নিজস্ব সংবাদদাতা : দূর্গোত্সবের প্রাক্কালে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে প্রশাসনের সর্বস্তরের জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে তারা ছুটি পেয়ে যাবেন বলে জানানো হয়েছে সরকারের তরফে । মূলত উত্সবের মুহুর্তে উদ্বেগ কমাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর সময় নবান্নে ২৪ ঘন্টা ভিত্তিতে কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বেশ কিছু নম্বর দিয়েছেন তিনি, সেগুলি হল -১০৭০,২২১৪,৩২৫৬ । কোভিড পরিস্থিতিতে যাতে সর্বাধিক সংখ্যায় টেস্ট হয়, তার জন্য বেসরকারী ক্ষেত্র গুলিতে টেস্টের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্য সরকার কলকাতা সহ সব জেলায় বিনামূল্যে সরকারি টেস্টের ব্যবস্থা করেছে। প্রত্যহ হাজার হাজার রোগী সরকারি খরচে বিনামূল্যে কোভিড টেস্ট করাচ্ছেন। তবে কলকাতা ও শহরতলীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে টাকা দিয়ে টেস্ট করানোর ব্যবস্থা রয়েছে। পুজোর আগে রাজ্য সরকার সেইসব প্রাইভেট টেস্টের খরচ আরো কমিয়ে আনতে চায় বৃহত্তর স্বার্থে। আগে টেস্টের মূল্য ছিল ২২৫০ টাকা। এখন সেই মূল্য হলো ১৫০০ টাকা। মুখ্যমন্ত্রী বলেছেন অবিলম্বে পুজোর আগে অ্যাম্বুলেন্স- এর ভাড়া ন্যায্য স্তরে নামিয়ে আন্তে হবে । কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের বিপুল পরিমাণ ভাড়া নিয়ে অভিযোগ তুলেছেন অনেক রোগীর পরিবার। হয়রানির শিকার হয়েছেন অনেকেই।পুজোর মরসুমে কোভিডের জন্য শয্যা সংখ্যা বাড়ছে প্রায় ৬০০টি। তবে এগুলি সবই আইসিইউ/ এইচডিইজি বেড। বর্তমানে আছে ১২৪৭টি। বাড়ছে আরও ৫০ শতাংশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতলে ২৪৭৫ জন নার্স শীঘ্রই নিযুক্ত করা হচ্ছে, স্বাস্থ্য পরিষেবার উন্নতির স্বার্থে
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত