পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা ক্রমে বাড়ছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপের অভিমুখ ওডিশা-অন্ধ্রের দিকে।
এর পরোক্ষ প্রভাবেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে পুজোয়। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এই তিন দিন বেশি বৃষ্টির সম্ভাবনা। বাদ নেই নবমী , দশমীও। অর্থাৎ ২৫ ও ২৬ তারিখও বৃষ্টি হবে।
তবে বেশি সম্ভাবনা ২২ থেকে ২৪ পর্যন্ত। তার আগে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
Reported on – 17-October-2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব