নয়াদিল্লি: লকডাউনে হাঁপিয়ে ওঠা ঘরবন্দি মন চাঙ্গা হতে চেয়ে আসন্ন পুজোর মরসুমে দূরে কোথাও বেড়িয়ে পড়তে চাইলে পাশে থাকার বন্দোবস্ত ভারতীয় রেলের। বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ট্রেন পরিষেবা বাড়াতেই এই ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রাথমিকভাবে সুবিধাজনক তারিখ থেকে এই ট্রেন পরিষেবাগুলি চালু করা হবে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। গত সপ্তাহেই রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে। কারণ যাত্রীরা উৎসবের মরশুমেই ঘুরতে যান। গত ২২ মার্চ থেকে রেল সব যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দিয়েছে করোনা সংক্রমণের ভয়ে। বিভিন্ন জোনের সঙ্গে আলোচনা করেই এই যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল