নিজস্ব সংবাদদাতা : ‘ভারতকে ঘরে ঢুকে মেরেছি’- পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরির মন্তব্যে মুখ পুড়লো ইমরান সরকারের। ন্যাশনাল অ্যাসেম্বলি-তে বক্তব্য রাখার সময় এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন ফাওয়াদ। তিনি বলেন, ‘পুলওয়ামা-য় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে কীভাবে আমরা ভারতের ঘরে ঢুকে হত্যার তাণ্ডবলীলা চালিয়েছি’। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। প্রায় আড়াই হাজার সিআরপিএফ জওয়ানকে নিয়ে যাওয়া কনভয়ের উপরে এই হামলা হয়েছিল। এতে ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হন। ‘পুলওয়ামায় আমাদের সাফল্য ইমরান খানের নেতৃত্বে জনগণের সাফল্য। আপনারা এবং আমরা সবাই তার শরিক।’ পাকিস্তান যে সীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে, সেটাই স্বীকার করে নিলেন ফাওয়াদ। পাকিস্তানের মাটিতে খুল্লমখুল্লা সন্ত্রাসের কারখানা যে চলছে তার প্রমাণও বহুবার আন্তর্জাতিক দুনিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। এমনকী, জয়শ-ই-মহম্মদ থেকে লস্কর-ই-তইবার-রা যে দশকের পর দশক পাকিস্তানের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাস শিবির এবং জঙ্গি প্রশিক্ষণের কেন্দ্র চালিয়ে যাচ্ছে, সে নিয়েও বহু প্রমাণ নানা সময়ে রাষ্ট্রপুঞ্জ থেকে আন্তর্জাতিক মহলের সামনেও নিয়ে এসেছে ভারত। আর লুকোছাপা নয়। এবার সত্যি সত্যিই পুলওয়ামা হামলার দায় স্বীকার করল পাকিস্তান। এর আগে পাকিস্তানের বিরোধী দলনেতা নওয়াজের দল মুসলিম লিগের আয়াজ সাদিক দাবি করেন, পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সেনাপ্রধান বাজওয়ার কাছে কাকুতি মিনতি করেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার জন্য। নাহলে পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল