নিজস্ব সংবাদদাতা : উত্সবের মরশুম শেষে দেশজুড়ে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। শারদোত্সবকে মাথায় রেখেই তাই বাড়তি তত্পরতা রাজ্যে-রাজ্যে। সংক্রমণ যাতে কোনোভাবেই না বাড়ে তার জন্য সতর্ক অসম সরকার। করোনার সংক্রমণ ছড়াচ্ছে অসমেও। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী অসমে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষের দোরগোড়ায় পৌঁছেছে। ইতিমধ্যেই করোনা প্রাণ কেড়েছে সেরাজ্যের ৮২৬ জন মানুষের। পরিস্থিতির কথা মাথায় রেখে , রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এবার দুর্গাপুজোর পঞ্চমীর দিনে প্রতিটি মণ্ডপের পূজারিদের করোনা পরীক্ষা করাতে হবে। এপরপর ফের বিসর্জনের দিনেও তাঁদের করোনা টেস্ট করাতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই রাজ্যের তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে প্রতিটি দুর্গাপুজোর আয়োজকদের। এরই পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার অসমে পুজোর দিনগুলিতে মণ্ডপে রাত ১০টার মধ্যে দর্শনার্থীদের ঢোকা বন্ধ করতে হবে। ভিড় এড়াতে সবরকম ব্যবস্থা রাখতে হবে পুজো মণ্ডপগুলিতে। নিয়মিত স্যানিটাইজ করতে হবে পুজো মণ্ডপগুলি।শুধু পুজো মণ্ডপগুলিতেই নয় সতর্কতা নিতে হবে রেস্তোঁরাগুলিতেও। পুজোর দিনগুলিতে রাত ৯টার পর কোন রেস্তোঁরা খোলা রাখা যাবে না। কোভিড প্রোটোকল মেনে চলতে হবে রেস্তোঁরাগুলিকেও।
New Hopes New Visions
More Stories
প্রতিভার সন্ধানে এবার দুই বাংলা
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব