পূর্ব বর্ধমান জেলায় কোভিড ভ্যাকসিনের ড্রাই রান হয়ে গেল তিনটি কেন্দ্রে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ; ঝুরঝুরেপুলের পৌর স্বাস্থ্যকেন্দ্র এবং ভাতার গ্রামীণ হাসপাতালে এই ড্রাই রাণ হল। ঝুরঝুরেপুলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ; এস ডি ও সহ সরকারি আধিকারিক ও অন্যরা উপস্থিত ছিলেন।মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানানা এ জেলায় মোট ৩১ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদেরই প্রথম ভ্যাকসিন দেওয়া হবে। ৪৫ টি সেন্টার করে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।
Report by Web Desk
Reported on – 09/01/2021
More Stories
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির