নিজস্ব সংবাদদাতা : লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে কিংবদন্তি পেলেকে ছুঁয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।এতদিন একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। স্যান্টোস ক্লাবের হয়ে খেলে তিনি ৬৪৩ টি গোল করেছিলেন। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে মেসি পেলের রেকর্ডকে স্পর্শ করে ফেললেন। পেলে ৬৬৫ ম্যাচে খেলে ৬৪৩ গোল করেছিলেন। অপরদিকে মেসি ৭৪৮ ম্যাচে খেলে ৬৪৩ গোল করলেন। কিন্তু মেসি ৬৪৩ গোল করেছেন ১৭ টি মরসুমে। অন্যদিকে পেলে এই রেকর্ড গড়েছিলেন ১৯ টি মরসুমে।ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করার জন্য লিওনেল মেসিকে অভিনন্দন জানালেন ফুটবল সম্রাট পেলে। ইন্সটাগ্রামে পেলে লেখেন, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন ঠিকানা পরিবর্তন করা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরতে কেমন লাগে।’ পেলে আরও বলেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সব থেকে আগে বার্সেলোনায় তোমার এই অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। আমাদের মতো এত দীর্ঘ সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে।’পেলের প্রশংসায় প্রচন্ড খুশি হয়েছেন মেসি। ফুটবল সম্রাট সব সময় যেকোনও ফুটবলারের অনুপ্রেরণা সেটা এই ঘটনা থেকেই পরিষ্কার। মেসি জানিয়েছেন পেলের এই প্রশংসা তাঁকে আরও ভালো খেলতে সাহায্য করবে। যদিও ২০২১ সালে বার্সার সঙ্গে লিওনেল মেসি-র চুক্তি শেষ হচ্ছে। গতবছরই ক্লাবের অন্দরে ডামাডোলের কারণে ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ