“কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ”। ভাব সমুদ্রে ডুব দিয়ে কালো রঙের তোয়াক্কা করেননি কবি। রাধারানিও মজেছিলেন কানাইয়ের শ্য়ামল বরণে। আর অভিনেতা-সাংসদ দেব -দয়িতা রুক্মিণী মৈত্র মজেছেন নিজের হাতে তৈরি করা প্রথম রুটিতে। হোক না পোড়া! তবুও তো প্রথম। ঠিক যেন প্রথম প্রেমের মতো। তাই নাম রাখার সাধ হয়েছে অভিনেত্রী। কী নাম রাখবেন, কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বনির্মিত ‘পোড়া রুটি’র ছবি। নাম রাখার দায়িত্ব অনুরাগীদের দিয়েছেন তিনি।
ছবিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন রুক্মিণী। ক্যাপশনে নায়িকা জানিয়েছেন, আসন্ন ছবি ‘সুইৎজারল্যান্ড’-এর সেটে প্রথম এই রুটিখানি তৈরি করেছিলেন তিনি। হ্যাঁ, একটু পুড়েই গিয়েছিল। আর সেই সুবাদেই রুটির দু’টি চোখ, একটি নাক ও একটি মুখের সৃষ্টি হয়েছে। কপালে আবার একটা দাগও রয়েছে। রুটি দেখে ছবিতে রুক্মিণীর স্বামী শিবুর চরিত্রে অভিনয় করা আবির চট্টোপাধ্যায় মানে মানে ঘটনাস্থল ছেড়ে কেটে পড়ছিলেন। যাতে তাঁকে রুটিটি না খেতে হয়। সেই দৃশ্যও রুক্মিণীর শেয়ার করা ছবির ফ্রেমে ধরা পড়েছে।
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির