নিজস্ব সংবাদদাতা : সুইডেনে একটি গবেষণা চলছিল। গবেষণার রিপোর্ট বলছে, মানুষের মতই পোষা কুকুরেরও হতে পারে ডায়াবেটিস। ঝুঁকি কিছু কম নয় তাদের। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে। গবেষণাটি করেছিলেন, সুইডেনের উপসালা ইউনিভার্সিটির বিয়াট্রিস কেনেডি এবং তাঁর রিসার্চ টিম। যেখানে বলা হয়েছে, ২,০৮,৯৮০ কুকুর-মালিক জুটির মেডিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ডায়াবেটিস আছে এমন কুকুরের মালিক যে ব্যক্তিরা, তাঁদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৩৮ শতাংশ। অন্যদিকে, সুস্থ কুকুর পুষলে, ঝুঁকি থাকে অনেক কম। গবেষণায় কুকুর এবং মালিকদের মধ্যে ওবেসিটির ক্ষেত্রেও যোগসূত্র রয়েছে। তাদের স্বাস্থ্য ঝুঁকিও মানুষের চেয়ে কম নয়। এবার এই নতুন তথ্য উঠে আসার পর, তারা মনে করেন এই যোগসূত্রের একটি কারণ কুকুর এবং তার মালিকের একই রকম ফিজিক্যাল অ্যাকটিভিটি।কোনও পলিউট্যান্টের সংস্পর্শে আসার কারণেও দু’পক্ষের রোগের এই যোগসূত্র তৈরি হতে পারে। তবে এই যোগসূত্র থাকার মূল কারণ কি, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা