নিজস্ব সংবাদদাতা : বিশ্বভারতীর সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন উত্সব পৌষ উত্সব ও পৌষমেলা।কিন্তু করোনা আবহে এবার মেলায় ইতি ।এবার করোনা অতিমারীর কারনে পৌষ মেলার আয়োজন থেকে বিরত থাকবে বিশ্বভারতী। বিশ্বভারতী কোর্ট কমিটির মিটিং- এ আলোচনা শেষে এই বিষয়ে ঐক্যমত্যে আসে কতৃপক্ষ। তবে ঐতিহ্য মেনে একান্ত ঘরোয়া ভাবেই বিশ্বভারতী পৌষ উত্সব পালন করবে।এ দিন বিশ্বভারতীর কোর্ট সদস্যেরা অনলাইনে বৈঠক করেন। ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্বভারতীর অভ্যন্তরীম নানা বিষয়ে নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে পৌষমেলা নিয়েও কথা হয়। প্রশ্ন ওঠে, কোভিড পরিস্থিতিতে এ বার পৌষমেলা কি আদৌ সম্ভব ? অধিকাংশ সদস্য যদিও মেলা বন্ধের পক্ষেই সায় দেন। পরে সিদ্ধান্ত হয়, কোভিড পরিস্থিতিতে এবারের মতো বন্ধ পৌষমেলা। তবে, অল্প সংখক মানুষকে নিয়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বিশ্বভারতীতেই পালিত হবে পৌষ উত্সব।১২৬ বছরের ইতিহাসে মোট দু’বার বন্ধ থেকেছে পৌষমেলা।বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় জানান , ”১৯৪৩ সালে দেবেন্দ্রনাথের দীক্ষাগ্রহণের শতবর্ষে মন্বন্তরের কারণে এবং ১৯৪৬-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে এই দুই বছরও পৌষ উত্সব পালনে কোনও ছেদ পড়েনি।’এ বারও তাই মেলা বন্ধ হলেও পৌষ উত্সব পালিত হবে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন