মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

প্রকাশ্যে এসেই একটানে মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত হওয়ার পর বেশিদিন হাসপাতালে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের মাথাতেই তিনি হাসপাতাল ছাড়েন। ফিরে আসেন হোয়াইট হাউসে। এবার সেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি নির্বাচনী প্রচার মঞ্চে সোজাসুজি চলে গেলেন। সমর্থকদের উদ্দেশে কথা বলার আগে মাস্ক খুলে ফেলতেও দেখা যায় তাঁকে। করোনা আক্রান্ত হওয়ার ন’দিন পরে এটিই ছিল ট্রাম্পের প্রথম জনসমক্ষে আসা। মাত্র ১৮ মিনিটেই অবশ্য থেমে যান ট্রাম্প। হোয়াইট হাউসও জানিয়ে রেখেছিল, এ কোনও নির্বাচনী প্রচার নয়। তবে এর মধ্যেই কখনও রিপাবলিক সমর্থকদের ভোট দিতে উত্‍সাহ দিয়েছেন ট্রাম্প, আবার সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর। জনসাধারণের উদ্দেশে ট্রাম্পের বার্তা, ‘দারুণ লাগছে’। উপস্থিত জনতাকে তিনি আর্জি জানান করোনার আবহেও বেরিয়ে এসে ভোট দানের জন্য। এপ্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি ‘করোনার অতিমারি উধাও হয়ে যাচ্ছে’। রবিবার ‘ফক্স নিউজের’ কাছে একটি সাক্ষাত্‍কারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ আপনাদের কাছে এমন একজন রাষ্ট্রপতি আছেন যিনি প্রতিরোধক হিসেবে রয়েছেন। আপনার কাছে এমন একজন রাষ্ট্রপতি আছেন যাকে তাঁর প্রতিপক্ষের মতো বেসমেন্টে লুকিয়ে রাখতে হবে না।’ যদিও এই মহামারীর মধ্যেই নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন জো বিডেন।এদিকে হাসপাতাল থেকে মুক্তি পেলেও কোভিড গাইডলাইন না মানার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই হাসপাতাল থেকে একপ্রকার জোর করেই চলে এসেছেন তিনি। যা নিয়ে রীতিমতো উত্তাল মার্কিন রাজনীতি। একবার করোনা সংক্রমিত হওয়ার পর কীভাবে অতিদ্রুত শরীরে অন্যক্রমতা তৈরী হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞ মহল। এছাড়াও প্রাথমিক গবেষণায় বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে, একবার করোনা মুক্ত হওয়ার পর ফের কয়েক মাস বাদে পুনরায় করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আর যতদিন না পর্যন্ত এর কোনও প্রতিষেধক বের হচ্ছে ততদিন এভাবেই চলতে হবে বলে জানিয়েছেন মার্কিন চিকিত্‍সক মহল।

Reported on – 12-October-2020

Share this News
error: Content is protected !!