নিজস্ব সংবাদদাতা : আমেরিকায় ফের রেকর্ড সংখ্যক বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১০,০০০ জনেরও বেশি মানুষ। দৈনিক মৃত্যুও বেড়েই চলেছে মার্কিন মুলুকে, শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২,৯০৭ জন রোগীর। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ২,৭৫,২৮০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন ও সদ্য প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন স্বেচ্ছায় প্রকাশ্যে করোনাভাইরাস নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন , তাঁদের দাবি এতে জনগণের আত্মবিশ্বাস বাড়বে ।ওবামা একটি সাক্ষাত্কারে বলেছেন, শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি যদি একটি কোভিড-১৯ টিকায় ভরসা দেন তবে তিনি টিকা গ্রহণ করবেন। ওবামা বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি, যখন কম ঝুঁকিতে থাকা মানুষদের টিকা দেওয়া হবে, আমি তখন এটি নেব। আমি টিভি ক্যামেরার সামনে এটি নিতে পারি, যাতে মানুষ জানতে পারে আমি বিজ্ঞানে বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি না কোভিড হওয়ায়’, বলেন ওবামা।বুশের চিফ অফ স্টাফ ফ্রেডি ফোর্ড বলেছেন, প্রাক্তন প্রেসিডেন্টও টিকাকরণের প্রচারে সাহায্য করতে চান। প্রথমে টিকাটিকে নিরাপদ হতে হবে ও প্রাথমিকতা অনুযায়ী টিকা দিতে হবে। তারপর প্রাক্তন প্রেসিডেন্ট বুশ টিকা নেবেন. আনন্দের সঙ্গে ক্যামেরার সামনে। ৭৮ বছরের বাইডেন বলেন, আমেরিকান জনগণকে এটা জানানো জরুরি যে এই টিকা নিরাপদ। জো বাইডেনও বলেছেন, সরকার টিকাকরণে অনুমোদন দেওয়ার পর বিশেষ করে ফৌসি এটাকে নিরাপদ বলার পর তিনি প্রকাশ্যে টিকা নেবেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল