করোনা পরিস্থিতির জন্য আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোনও বিদেশি রাষ্ট্রনেতা হাজির থাকবেন না। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা সরকারি প্রধান উপস্থিত থাকবেন না।’’
এর আগে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের দফতর থেকেই এ বিষয়ে বার্তা মিলেছিল। কিন্তু ব্রিটেনে করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের সংক্রমণ শুরু হওয়ার পরে পরিস্থিতির বদল ঘটে।
ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অব দি কাউন্সিল চিকিৎসক চাঁদ নাগপল ইঙ্গিত দিয়েছিলেন, করোনার নয়া স্ট্রেনের সংক্রমণের কারণে বরিসের ভারত সফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারিতে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে লন্ডন।
এরপর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে দক্ষিণ আমেরিকার দ্বীপরাষ্ট্র সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সন্তোখির নাম এসেছিল প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে। কিন্তু বাদ সাধল করোনা পরিস্থিতি।
Report by web desk
Reported on – 15/01/2021
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল