রাহুল গুপ্ত , কলকাতা
জমে উঠেছে খাদি মেলা। ২২ শে জানুয়ারী থেকে শুরু হওয়া রাজ্য খাদি মেলা পঞ্চম দিনে পড়ল । প্রজাতন্ত্র দিবসে খানিকটা হলেও ভিড় বাড়লো মেলার।
ষ্টল , খাওয়া দাওয়া , বিকিকিনি , সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু নিয়ে যেন আবার আগের চেহারায় চেনা ছন্দে ফিরছে রাজ্য খাদি মেলা ২০২১।
প্রবেশ পথে ঢুকতে গেলেই আপনি পাবেন স্যানিটাইজার গেট , সঙ্গে মেলার চারিদিকে স্যানিটাইজার। মুখে মাস্ক সঙ্গে শারীরিক দুরুত্ব বারবার শতকীকরণ করছে মেলা কর্তৃপক্ষ মাইকে। সঙ্গে আপনার নজরে পড়বে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এর তরফে করোনা সতর্ক বিধি ফ্লেক্স। তারমধ্যেই চলছে বিকিকিনি।
এইবার মেলায় মোট ৩৪ টি খাদি স্টল , ৪১ টি গ্রামীণ শিল্পের স্টল আছে । এই মেলায় আধুনিক পোশাক যেমন – সুতি , রেশম , তসর , গরদ , কোটিয়া , ও মসলিন এবং গ্রামীণ শিল্পের সামগ্রী যেমন – কাঠের পুতুল , দরিয়াপুরের ডোকরা , কাঁথা শিল্প , মেদিনীপুরের মাদুর , কোচবিহারের শীতল পাটি ইত্যাদি পাওয়া যাচ্ছে । উল্লেখ্য ২০১৫-১৬ সালে শুরু হওয়া এই মেলার মোট বিক্রয়ের পরিমান ছিল ১.০২ কোটি টাকা , ২০১৯-২০ সালে সেই বিক্রয়ের পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭.৫০ কোটি টাকা এবং Buyer -Seller Meet আয়োজনের পরে পাইকারী বিক্রয় ২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সবাই আশা রাখছেন যে চলতি খাদি মেলায় সেই বিক্রয়ের পরিমান ১০ শতাংশ বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ জুড়ে ৩৫০ টি সমিতির মোট বিক্রয়ের পরিমান প্রায় ২৩৫ কোটি টাকা।
শীতে খাদির নলেন গুড় , কিংবা মধু কিংবা খাদির ঘি। প্রতিবারের মতো এইবারও হাজির মেলার। তবে বিক্রি খানিকটা হলেও কম। করোনা কাঁটায় বহু প্রবাসী বাঙালি আসতে পারে নি এইবারের খাদি মেলার। তাই তার প্রভাব কিছুটা হলেও যে পড়েছে মেলায় , এমনটাই মনে করেন বিক্রেতারা। তবে মেলা হওয়ার দরকার ছিল বলে মনে করেন সব খাদি বিক্রেতারাই।
শনি – রবিবার ও প্রতি ছুটির দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে প্রতিবারের মতো নয়। অতিমারী করোনা কাঁটায় এইবার ছোটো আকারে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মঞ্চ সাজানো হয়েছিল। সবকিছু মিলিয়ে ছুটির দিনে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে খাদি মেলায়।
সুস্থ থাকুন – ভালো থাকুন – খাদি মেলায় এসে খাদির পোশাক এবং গ্রামীণ দ্রব্য কিনে খাদিকে বাঁচান এই অঙ্গীকার – শপথ নিয়ে ২০২১ খাদি মেলার পথ চলা শুরু হয়ে গেলো।
Report by রাহুল গুপ্ত , কলকাতা
Reported on – 27/01/2021
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল