নিজস্ব সংবাদদাতা : যতটা বেসরকারি বিনিয়োগ দরকার ছিল তা কৃষুক্ষেত্রে হয়নি। এদিন কৃষি আইনের স্বপক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিকির বার্ষিক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । ফিকির বার্ষিক এক্সপো ২০২০-র উদ্বোধন করে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী কৃষি আইনের ইস্যুটি নিয়ে বেশ কিছু কথা বলেন । এতে যোগদানকারীরা সারা বিশ্ব থেকে পণ্য নিয়ে এসেছেন। যাতে তাদের ব্যবসায়িক সম্ভাবনা বাড়ে।এই বছরের সম্মেলনের থিম – ‘অনুপ্রাণিত ভারত’। প্রধানমন্ত্রী নিজের ভাষণে দাবি করেন যে নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষি ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রের মধ্যে বিভেদ দূর হবে। মোদি বলেন,’বর্তমান সরকার সংস্কার করছে, যাতে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দেওয়ালগুলি সরে যায়। এই দেওয়ালগুলির জন্য বিনিয়োগের ক্ষতি হয়ে যাচ্ছিল। কৃষি সংস্কারও তার মধ্যে একটা। আমরা কৃষি ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের মধ্যে দেওয়াল দেখেছি – কৃষি পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, হিমঘর। সমস্ত দেওয়াল ও বাধা সরিয়ে দেওয়া হয়েছে। সংস্কারের পর কৃষকরা নতুন বাজার পাবে। নতুন সুযোগ ও প্রযুক্তির সুবিধা পাবে।’ প্রধানমন্ত্রীর দাবি , করোনা-কালে ভারত জীবন বাঁচানোয় প্রাথমিকতা দিতে সক্ষম হয়েছে। তার ফলে পরিস্থিতি ভালোর দিকে পরিবর্তিত হয়েছে। ভারতের ওপর বিশ্বের আস্থা যা গত ৬ বছরে তৈরি হয়েছে, তা গত কয়েক মাসে শক্তিশালী হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল