মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির প্রতিশ্রুতিকে ‘প্রতারণা’ বলে কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। সুজন চক্রবর্তীর কথায়, ‘‘ভোটের আগে চাকরির প্রতিশ্রুতি না দিয়ে মুখ্যমন্ত্রী অবিলম্বে নিয়োগ করে দেখান। তাহলেই বোঝা যাবে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছেন কি না।’’ সিপিএম বিধায়কের আরও অভিযোগ, ‘‘ভোটের আগে মিথ্যাচার করা হচ্ছে’’।
রাজ্যকে বিঁধে সুজন চক্রবর্তী বলেন, ‘‘গতবার ভোটের আগে মুখ্যমন্ত্রী ৬০ হাজার গ্রুপ-ডি পদে নিয়োগের কথা বলেছিলেন অথচ সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ভিআরপি-দের মাইনে ১২ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তা করা হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘টেটের ২০১৫ সালে তালিকাভুক্ত সকলের নিয়োগ করা হয়নি। ২০১৭ সালের পরীক্ষা নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে এখন শূন্য পদ ৫ লক্ষ। এত শূন্যপদ কখনও হয়নি। এমন অবস্থা হলো কেন? ভোটের আগে মুখ্যমন্ত্রীর চাকরির কথা মনে পড়ছে। এটা প্রতারণা ছাড়া কিছু নয়।’’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী তিন বছরে এরাজ্যের ৩৫ লক্ষ কর্মসংস্থান হবে। যার মধ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ১৫ লক্ষ ধরা হয়েছিল। তাছাড়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৫ লক্ষ চাকরির সম্ভাবনার কথা বলেছিলেন। আর হ্যান্ডলুম এবং অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
Report by desk report
Reported on – 13/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন