আগামী রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে থাকবেন না তৃণমূলের অভিনেতা-সাংসদ দেব। আজ টুইট করে সেকথা বিজেপি নেতা সৌমিত্র খাঁকে জানিয়ে দিয়েছেন দেব। একইসঙ্গে টুইটে সৌমিত্র খাঁ ও তাঁর দলকে শুভেচ্ছাও জানিয়েছেন দেব।
পাখির চোখ একুশের ভোট। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। বিধানসভা ভোটের আগে প্রায় নিয়ম করে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মোদী-শাহদের নির্দেশে এবার বিধানসভা ভোটের আগে প্রচারের ঝাঁঝ আরও বাড়িয়েছে পদ্ম-শিবির।
আগামী রবিবার হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় নাকি তৃণমূলের অভিনেতা-সাংসদ দেবও হাজির থাকবেন, বিজেপি নেতা সৌমিত্র খাঁ দেবকে ট্য়াগ করে টুইটে লিখেছেন, “হলদিয়ায় মোদীজির সঙ্গে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী!“
সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। তাঁর নাম করে বিজেপি নেতার করা টুইটের পাল্টা জবাবও দিয়েছেন দেব। সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে টুইটে পাল্টা দেব লিখেছেন, “প্রিয় সৌমিত্র, আপনার যাত্রা এবং সাফল্যে আমি গর্বিত। তবে ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোয় কৃতজ্ঞ। আমাদের রাজনৈতিক মতাদর্শ অন্য় হলেও আমার কাছে আপনার জন্য বিশেষ জায়গা রয়েছে।“
Report by web desk
Reported on – 03/02/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত