নিজস্ব সংবাদদাতা : আনলক ৬-এর হাত ধরে প্রায় ৮ মাস পর কোভিড-বিধি মেনে ২৩শে নভেম্বর থেকে খুলে যায় জাতীয় গ্রস্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ষাটোর্ধ্ব বয়সীদের জন্য বন্ধই ছিল এই ঐতিহ্যশালী ভবন। তাদের যেন জাতীয় গ্রন্থাগারে ঢুকে কাজ করতে দেওয়া হয়, সেই দাবিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকে চিঠিও দেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। শেষ পর্যন্ত তাদের সেই দাবি মেনে নিয়ে প্রবীণদের জন্য খুলে গেল জাতীয় গ্রন্থাগারের দরজা। “করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রবীণেরা এখন পড়াশোনার জন্য জাতীয় গ্রন্থাগারের রিডিং রুম ব্যবহার করতে পারবেন। জাতীয় গ্রন্থাগারে প্রচুর বয়স্ক মানুষ গবেষণার কাজ থেকে শুরু করে নানা ধরনের পড়াশোনা করতে নিয়মিত আসেন। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।” বলে জানান জাতীয় গ্রন্থাগারের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কে কে কচুকোশি। তবে মানতে হবে বেশ কিছু বিধি নিষেধ। জানা গিয়েছে, রিডিং রুম ব্যবহার করতে চাইলে আগে থেকে অনলাইনে তা বুক করতে হবে। যে দিন কেউ পড়তে চাইবেন, তার এক দিন আগে দুপুর ১২টার মধ্যে রিডিং রুম বুক করতে হবে। অন্যদিকে, রিডিং রুমে এক বারে ৪০ জনের বেশি পাঠক থাকতে পারবেন না বলেও জানান জাতীয় গ্রন্থাগারের অফিসার অন স্পেশাল ডিউটি । তবে, প্রবীণদের গ্রন্থাগারে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এখনও ১৪ বছরের কম বয়সীদের গ্রন্থাগারে প্রবেশের অনুমতি নেই। এ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য, “জাতীয় গ্রন্থাগারে ছোটদের বিভাগটি খুব একটা খোলামেলা নয়। তাই এই করোনা পরিস্থিতির মধ্যে ছোটদের সেখানে প্রবেশের অনুমতি এখনই তারা দিতে পারছেন না।”
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে