মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

প্রশ্নের মুখে বারাসতের আইসি


নিজস্ব সংবাদদাতা : বারাসতের হরিতলা কেবি বোস রোডে প্রয়াত প্রদ্যুত্ ভট্টাচার্যের স্মরণসভার আয়োজন করে তৃণমূল হকার্স ইউনিয়ন। গত বছর বাঁকুড়ার বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রদ্যুত্বাবু ও তাঁর ভাইয়ের। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, জেলা তৃণমূলের মুখপাত্র রথীন ঘোষ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রদ্যুত্বাবুর মাটির আবক্ষ মূর্তির উন্মোচন হয় ওই অনুষ্ঠানে। আর উর্দি পরে সেই মঞ্চেই উঠেছিলেন বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য। যা দেখেশুনে রীতিমতো অবাক এলাকার বাসিন্দারা। কিন্তু রাজনৈতিক মঞ্চে কেন বারাসত থানার আইসি তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও আইসি দাবি করেছেন, ওই অনুষ্ঠান অরাজনৈতিক।বিরোধীরা যে বারবার অভিযোগ করছিলেন পুলিশ শাসক দলের হয়ে কাজ করছেন এই ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ বলে সরব হয়েছেন বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, জাতীয় কংগ্রেসের নেতারা। বিজেপির বারাসত জেলার সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ”পুলিশ শাসকদলের কর্মী হিসেবে কাজ করছে আর থানা হয়ে গিয়েছে শাসকদলের পার্টি অফিস। রাজনৈতিক মঞ্চে বারাসত থানার আইসি-র উপস্থিত থাকার ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ”।এর আগে দত্তপুকুরে বিজেপির এক রক্তদান শিবিরে উর্দি পরে গিয়ে সমালোচিত হয়েছিলেন দত্তপুকুর থানার আইসি মানস সরকার। বিজেপির রক্তদান শিবিরে থানার আইসির উপস্থিতি ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। তারপরেই বদলি করে দেওয়া হয়েছিল মানসবাবুকে।

Share this News
error: Content is protected !!