নিজস্ব সংবাদদাতা : ১৭ ডিসেম্বর শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপিত হতে চলেছে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট, যার নাম দেওয়া হয়েছে CMS-01।কমিউনিকেশন স্যাটেলাইটের জন্য এতদিন ইনস্যাট ও জিস্যাটের উপরেই ভরসা করে আসছিল ভারত। কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের মত এবার সেই দিন শেষ হয়েছে। CMS-01-র হাত ধরেই এখন ভারতের কাছে এসেছে আরও উন্নত প্রযুক্তির উপগ্রহ। এদিকে এই উত্ক্ষেপণ সফল হলে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের রচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ইসরো সূত্রে খবর, বর্তমানে জিস্যাট-১২-র কক্ষপথেই বসবে এই নতুন CMS-01। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালেই প্রথম জিস্যাট-১২কে মহাকাশে পাঠিয়েছিল ইসরো। কিন্তু বয়সের ভারে তার কার্যক্ষমতা এখন অনেকটাই কমে এসেছে বলে জানা যাচ্ছে। তারই জায়গায় নতুন দায়িত্ব নিতে চলেছে এই নয়া কমিউনিকেশন স্যাটেলাইট। এর আগে আরও প্রায় ৯টি বিদেশি উপগ্রহ মহাকাশে নিয়ে গিয়েছে ইসরোর রকেট। পাশাপাশি এই উত্ক্ষেপণের সঙ্গেই মহাকাশে ৪৯তম কমিউনিকেশন স্যাটেলাইট প্রেরণের নতুন রেকর্ড তৈরি করে ফেলবে ভারত। ১৪ তারিখ প্রথমে উৎক্ষেপণের সময়কাল ঠিক করা হলে খারাপ আবহাওয়ার জেরে পরবর্তীকালে তা পিছিয়ে ১৭ তারিখ করা হয়। ১৭ ডিসেম্বর দুপুর ৩.৪১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে পিএসএলভি-সি৫০ রকেটে করে পৃথিবীর কক্ষপথের দিকে রওনা দেবে এই নতুন স্যাটেলাইট।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল