নিজস্ব সংবাদদাতা : সাম্প্রতিক কালে এই হোয়াটসঅ্যাপ ব্যবহারাকারীদের ফোনে প্রাইভেসি পলিসির আপডেটের নোটিফিকেশন এসেছে। ফেসবুকের দেওয়া বিভিন্ন সার্ভিস হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্তও হয়েছে বলে ওই আপডেটে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদলের কারণ হিসেবে জানানো হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপের সংযোগের কারণেই এই নয়া পলিসি বলে জানা যাচ্ছে। বছরখানেক আগে হোয়াটসঅ্যাপ চলে এসেছে ফেসবুকের আওতায়। ইনস্ট্রাগ্রামের সঙ্গেও সংযোগ করা হয়েছে। নতুন আঙ্গিকে সাজাতে কী রয়েছে নতুন প্রাইভেসি পলিসিতে? সেখানে বলা রয়েছে, যে লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে তাতে আমাদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াইটঅ্যাপে ছবি আপলোড থেকে বার্তা প্রেরণ, সবকিছুই হবে বিশ্বব্যাপী। তবে টেক্সট, ছবি, ভিডিও সব কিছুই এন্ড টু এন্ড এনক্রিপটেড। অর্থাত্ বিনিময়রত দুইজন ছাড়া অন্য কেউ কোনও কিছুই দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও দেখতে পারবেন না। এতদিন যে কোনও আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই ‘নট নাও’-র অপশন পাওয়া যেত। অর্থাত্ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারতেন। সেক্ষেত্রে পুরোনো ছন্দেই চলত হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার তা বদলাচ্ছে। এদিনের নয়া পলিসিতে কোনও নট নাও অপশন থাকছে না। যদিও ৮ ফেব্রুয়ারি অবধি এই পলিসি মেনে নেওয়ার সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নীতি না মানলে নিষ্ক্রিয় হয়ে যাবে মেসেজিং অ্যাপটি। ওয়াকিবহাল মহলের ধারনা, মেসেজিং অ্যাপের নতুন নীতি ভুয়ো মেসেজ রুখতে সাহায্য করবে। ভুয়ো খবর রুখতেই নিয়মে বদল আনছেন তাঁরা।
Report by web Desk
Reported on – 08/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা