নিজস্ব সংবাদদাতা : প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্কুলজীবন কেটেছিল হাওড়ায়৷ জানা গিয়েছে, তাঁর পিতার চাকরিগত কারণে তিনি হাওড়া জেলা স্কুলে ভরতি হন। এখানেই ১৯৫১ সালে দশম শ্রেণি উত্তীর্ণ হন। হাওড়ায় থাকাকালীন চার্চ রোড, পুরনো হাওড়া ময়দান, রামকৃষ্ণপুরের অনেক স্মৃতি জড়িয়ে ছিল তাঁর। হাওড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে ওই স্কুলের শিক্ষক অমিতাভ মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন শিক্ষকদের কাছে শোনা কিছু কথা এদিন ব্যক্ত করেন। অমিতাভবাবু বলেন, ‘‘প্রাক্তন শিক্ষকদের কাছে শুনেছি উনি অসম্ভব ক্রীড়া মনস্ক ছিলেন। স্কুলকে রিপ্রেজেনটেটিভ করতেন। সাহিত্যের প্রতি সৌমিত্রবাবুর যে গভীর অনুরাগ ছিল সেটা তৈরি হয়েছিল হাওড়া জেলা স্কুলের শিক্ষকদের সাহচর্যে এসেই। আমরা আশা করব সৌমিত্র চট্টোপাধ্যায়ের কৃতি অমলিন থাকবে।’’
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার