নিজস্ব সংবাদদাতা : গত ১১ নভেম্বর খুব শীঘ্রই রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই ২৩ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিজ্ঞপ্তির একাধিক বিষয় একাধিক ত্রুটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান , সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তির একাধিক বিষয় একাধিক ত্রুটি নিয়ে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। কাদের নিয়োগ করা হবে সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তাই নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদকে নিয়োগের কথা স্পষ্ট করে জানাতে হবে। যেহেতু প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে, তার পরেও কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মামলায়। পাশাপাশি, অন্যান্য যোগ্য প্রার্থীরাও যাতে বঞ্চিত না হয়, সে বিষয়েও রাজ্যকে সুনিশ্চিত করতে দাবি জানিয়েছেন মামলাকারীরা।২০১৭ সালের টেট পরীক্ষা রাজ্য সরকার কেন নিচ্ছে না? সেই প্রশ্নও তুলেছেন মামলাকারীরা। অভিযোগ রাজ্য সরকার জানিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে কোনও আসন ফাঁকা নেই তাহলে হঠাত্ নিয়োগের বিজ্ঞপ্তি কীভাবে দিল শিক্ষা দপ্তর? জানা গেছে, বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির