নিজস্ব সংবাদদাতা : ভোটে জিতলে প্রত্যেক নাগরিককে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেননি। তিনি অবশ্য সবার বিনামূল্যে টিকা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীকে নিশানা করে বাইডেন বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ছেড়ে দিয়েছেন ট্রাম্প। মারণ ভাইরাসকে তেমন গুরুত্বই দেননি। আর তাঁর ভুলের মাশুল চোকাতে হচ্ছে মার্কিন নাগরিকদের’। প্রসঙ্গত, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যাও সর্বাধিক। মারা গিয়েছেন ২,২০,০০০ জন। কলোম্বিয়া ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, তার মধ্যে ১,৩০,০০০ থেকে ২,১০,০০০ জনের মৃত্য আটকানো যেত। কিন্তু সেসব ভুলে গিয়ে কেবল নির্বাচনের কথা মাথায় রেখে শেষ প্রেসিডেনশিয়াল ডিবেটে আজব দাবি করে বসেন ট্রাম্প। বলেন , ‘আগামী সপ্তাহের মধ্যে আমেরিকায় করোনা ভাইরাসের ভ্যাক্সিন বিতরণ শুরু হয়ে যাবে”। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন , দেশ বিদেশ থেকে রাজনৈতিক নেতারা তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন। কারণ, তিনি নাকি এই মহামারী মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন। ট্রাম্পের দাবি, ‘মানুষ করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে গিয়েছে।’ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই দাবি ঘিরে বিতৰ্ক চরমে উঠেছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল