নিজস্ব সংবাদদাতা , কলকাতা, BCCI সভাপতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কলকাতা প্রেস ক্লাবে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর লেখা ”করোনা পূর্ব ও উত্তর নগরায়ণ ও নগর অর্থনীতি” বইটির উদ্বোধন করলেন।
অনুষ্ঠানে সৌরভ বলেন, করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সচেতনতা প্রয়োজন। সম্প্রতি অশোক ভট্টাচার্য ফেসবুকে জানান, তাঁর বইটি উদ্বোধন করবেন প্রিয় সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার বইটির উদ্বোধন হলো।
বর্ষীয়ান সিপিআইএম নেতা ও প্রাক্তন পুর নগরন্নোয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য একমাত্র বাম পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র। এই পুরনিগমের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান।
সম্প্রতি অশোক ভট্টাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তিনি সুস্থ হয়ে ফের দলীয় কর্মসূচিতে নেমে পড়েছেন। দলীয় মুখপত্র সহ বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নগরায়ণ বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়।
অশোকবাবুর কর্মকুশলতা সর্বজনবিদিত। ভারতের প্রতিনিধি হিসেবে চিন সরকারের আমন্ত্রণে সেদেশে নগরায়ণ নিয়ে সেমিনারে অংশ নিয়েছিলেন।
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত