প্রয়াত বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮১ বছর।
একমাস আগেই করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ, বৃহস্পতিবার সব লড়াই শেষ করে চলে গেলেন ভারতীয় ক্রিকেটের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি।
তিনি দীর্ঘদিন ‘দ্য স্টেটসম্যান’ সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না। ঔপন্যাসিক হিসেবেও তিনি পাঠকদের সমাদর কুড়িয়েছেন। কিশোরবাবুর শেষ উপন্যাস ‘দ্য অ্যাক্সিডেন্টাল গডম্যান’।
ক্রিকেটের উপর তাঁর দারুণ দখল ছিল। রবি শাস্ত্রীর একটা ভুল শট শুধরে দিয়েছিলেন। এ কথা স্বীকার করেছিলেন স্বয়ং রবি শাস্ত্রী। এক সংস্থার দেওয়া কিশোর ভিমানিকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী। সেই অনুষ্ঠানে রবি বলেছিলেন,”আমার একটা ভুল শট শুধরে দিয়েছিলেন ভিমানি স্যার। আমার কেরিয়ারে আমি খুব উপকৃত হয়েছিল।”
কিশোর ভিমানির মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রিতা ভিমানি (লেখিকা) ও পুত্র গৌতমকে। গৌতমও বাবার মতোই স্পোর্টস চ্যানেলে সঞ্চালকের কাজ করেন।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ