নিজস্ব সংবাদদাতা : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং। বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ১৯৩৪ সালে পাঞ্জাবের জলন্ধরে জন্ম বুটা সিংয়ের। জওহরলাল নেহরুর সময়েই তিনি কংগ্রেসে যোগ দেন। ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধির অত্যন্ত কাছের মানুষ ছিলেন বুটা সিং। দলিত নেতা বুটা রাজীব গান্ধির মন্ত্রিসভায় ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দার্জিলিং চুক্তির সময় তিনিই ছিলেন দায়িত্বে। ছিলেন কৃষিমন্ত্রীও। ২০০৪ থেকে ২০০৬ সালে বিহারের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। মাঝে কংগ্রেস ছেড়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নিবার্চনে দাঁড়ান। ২০১৫ সালে তিনি ফিরে আসেন কংগ্রেসেই। গতবছর অক্টোবর থেকেই কোমায় আচ্ছন্ন ছিলেন রাজস্থানের প্রাক্তন সাংসদ। ভর্তি ছিলেন এইমসে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, ‘বুটা সিং অত্যন্ত অভিজ্ঞ প্রশাসক ছিলেন। গরীবদের জন্য সবসময় আওয়াজ তুলতেন তিনি। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ রাহুল গান্ধিও টুইট করে বলেছেন, ‘দেশ একজন সত্ নেতাকে হারাল। দেশবাসীর জন্য নিজের জীবনকে উত্সর্গ করেছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা।’ রামনাথ কোবিন্দ বলেছেন, ‘দেশ একজন দক্ষ প্রশাসককে হারাল।’ বুটা সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘আটবারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বুটা সিংয়ের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার, বন্ধু, শুভানুধ্যায়ীদের জন্য রইল আমার সমবেদনা।’
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 03/01/2021
More Stories
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা
২৬ সে “রক্তদান উৎসব ” দিয়ে শুরু নতুন পৌরমাতার কাজ