নিজস্ব সংবাদদাতা : বর্তমান ভারতের বৃহত্তম সফ্টওয়্যার কনসাল্টেন্সি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-এর প্রতিষ্ঠাতা তথা প্রথম সিইও ‘পদ্মভূষণ’ ফকিরচাঁদ কোহলির প্রয়াণ । বয়স হয়েছিল ৯৬ বছর।১৯২৪ সালের ১৯ মার্চ পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন ফকির চাঁদ কোহলি। এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীনে লাহোরের সরকারি কলেজ থেকে বিএ এবং বিএসসি পাশ করেন। পরে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে যান এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি পাশ করেন। এরপর ১৯৫০ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেন। এরপর ১৯৫১ সালে ভারতে ফিরে আসেন। যোগ দেন টাটা ইলেকট্রিক কম্পানিতে । ১৯৭০ সালে সংস্থার ডিরেক্টর পদে বসেন। তাঁর আমলেই বিদ্যুত্ সিস্টেমের নকশা এবং নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল কম্পিউটার ব্যবহার শুরু হয়।১৯৯১ সালে আইবিএম-কে ভারতে এনে, টাটা-আইবিএম সহযোগিতা শুরুর সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা ছিল কোহলির। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের উদ্যোগ এবং হার্ডওয়্যার তৈরির যুগ্ম উদ্যোগ ছিল টাটা-আইবিএম। দেশে তথ্যপ্রযুক্তি বিপ্লবের প্রতিষ্ঠাতা ছিলেন কোহলি। টিসিএস-এর প্রথম সিইও হিসেবে দেশে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ার পিছনেই তাঁরই পাকা মাথা ছিল।টাটা সন্স-এর ওয়েবসাইটে ফকিরচাঁদ কোহলি সম্পর্কে বলা হয়েছে, ‘ভারতে যখন কম্পিউটারিকরণের সম্ভাবনা বা তথ্য়পরযুক্তি শিল্প থেকে কতটা লাভ হতে পারে, সেই সম্পর্কে কারোর কোনও ধারণা ছিল না, তখনই এফসি কোহলি আইটিকে জাতীয় উন্নয়নের মাধ্যম হিসাবে দেখতে পেয়েছিলেন। কারণ তিনি স্বভাবসুলভ একজন দূরদর্শী মানুষ। তিনি ‘ভারতীয় সফটওয়্যার ইন্ডাস্ট্রির জনক’।
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব