নিজস্ব সংবাদদাতা : ফিফার বিচারে ২০২০ সালের সেরা পুরুষ ফুটবলার হয়েছেন পোল্যান্ড তথা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য নিজের সকল সতীর্থ, সমর্থক, বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড দলের কোচ, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন রবার্ট লেভানদোস্কি। করোনা ভাইরাসের আবহে ন্যূনতম আয়োজনের মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফনতিনো তাঁর হাতে পুরস্কার তুলে দিতেই আবেগতাড়িত হয়ে পড়েন পোল্যান্ডের অধিনায়ক।একই সঙ্গে অন্যান্য বিভাগেও পুরস্কার প্রদান করেছে ফিফা। সেই তালিকায় রয়েছেন কারা, তা এক নজরে দেখে নেওয়া যাক।
১) পুরুষদের বিশ্ব একাদশ : আলিসন বেকের (গোলরক্ষক), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, সার্জিও রামোস,ভির্জিল ভ্যান ডিক, আলফোনসো ডেভিস, কেভিন ডে ব্রুইন, থিয়াগো আলকানতারা, জসুয়া কিমিচ, লিওনেল মেসি, রবার্ট লেভানদোস্কি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২) ফিফার বিচারে ২০২০ সালের সেরা মহিলা ফুটবলার হয়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে।
৩) ফিফার বর্ষসেরা পুরস্কারের কোচিং ক্যাটাগরিতে সেরা হয়েছেন য়ুর্গ্যান ক্লপ। তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে ইতিহাস রচনা করেছেন।
৪) ফিফার বিচারে ২০২০ সালের সেরা মহিলা গোলরক্ষক হয়েছেন ফ্রান্সের সারাহ বউহাড্ডি।
৫) ফিফার বর্ষসেরা পুরস্কারের পুরুষদের গোলরক্ষক বিভাগে সেরা হয়েছেন জার্মানি ও বয়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার।
৬) ফিফার বিচারে ২০২০-র সেরা মহিলা কোচ হয়েছেন নেদারল্যান্ডসের সারিনা উয়েগম্যান।
৭) ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতেছেন ইতালির মাতিয়া আগনেসে।
৮) দক্ষিণ কোরিয়া এবং টটেনহামের সন হেউন-মিনকে পুসকাস পুরস্কারে ভূষিত করেছে ফিফা।
৯) ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের মারিভালদো ফ্রান্সিসকো ডা সিলভা।
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ