বিধানসভা নির্বাচনে জমি পেতে ঝাঁপাতে চাইছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। রবিবার সকালে ফুরফুরা শরিফে আসেন মিম (MIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সরাসরি চলে যান ফুরফুরা শরিফে। দেখা করেন ফুরফুরা শরিফের প্রধান আব্বাস সিদ্দিকির সঙ্গে। দীর্ঘক্ষণ আলোচনা চলে। আলোচনার পর সাংবাদিক বৈঠকে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, এরাজ্যে তিনি তাঁর নিজের দলের কাজ শুরু করতে চান, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে বাংলায় মিমের নেতৃত্বে থাকবেন আব্বাসউদ্দিন সিদ্দিকি। আব্বাস উদ্দিনের সিদ্ধান্তকে সমর্থন করেই চলবে বলে স্পষ্ট বার্তা দেন ওয়েইসি। মিম ফুরফুরা শরিফের সঙ্গে আছে এবং থাকবে এমনই বার্তা দিলেন ওয়েইসি। আব্বাস সিদ্দিকির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলেও জানান ওয়েইসি। আসাদউদ্দিন ওয়েইসির দাবি, এরাজ্যে লোকসভায় ১৮ টি আসন পেয়েছে বিজেপি। রাজ্যের ক্ষমতায় থাকা দল তৃণমূল বিজেপির আগ্রাসন আটকাতে পারছে না। ওয়েইসির মতে, মিম ছিল না বলেই বিজেপি এতগুলি আসন পেয়েছে। বিজেপিকে আটকাতে বাংলায় আসতে চায় মিম। ২০২১ বাংলার ভোটের লড়াই যেন ধীরে ধীরে জমে উঠছে।তবে এখনও পর্যন্ত এরাজ্যে মিম-এর কোনও সংগঠন তৈরি হয়নি। সংগঠন তৈরি করে ভোটে ঝাঁপাতে তৈরি হচ্ছে মিম। গত বিধানসভা নির্বাচনে বিহারে বেশ ভালো ফল করেছে মিম। বিজেপি ক্ষমতায় আসলেও প্রথমবারেই ৫ টি আসন পেয়েছে মিম। স্বাভাবিকভাবেই বাংলায় ভোটের আগেই সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইছেন মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাই বাংলার বিধানসভা ভোটের আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা