গত বছরের ডিসেম্বরেই সাত পাকে ধরা দিয়েছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। নতুন বছরের শুরুতে ফের বিয়ের সানাই বাজতে চলেছে উত্তমকুমারের বাড়িতে। এবার টেলিভিশন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের গাঁটছড়া বাঁধতে চলেছেন তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।
‘করুণাময়ী রানি রাসমণি’তে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা। সৌরভের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকে। অনেকদিন ধরেই দু’জনের বন্ধুত্ব। তা থেকে প্রেম এবং অবশেষে বিয়ের সিদ্ধান্ত। গত বছরের ডিসেম্বরেই আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের ফটোশুটও সারা।
জানুয়ারির শুরুতেই বন্ধুদের সঙ্গে ‘হেন পার্টি’ (মহিলাদের ব্যাচেলোরেট পার্টি) সেরেছিলেন ত্বরিতা। সেখানে ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ত্বরিতা নিজেই শেয়ার করেছিলেন সেই ছবি। বৃহস্পতিবার তিনি পোস্ট করেছেন মেহেন্দি অনুষ্ঠানের ছবি।
Report by web desk
Reported on – 14/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন