আগের বছরই বলিউড ছেড়েছিলেন। মুসলিমধর্মাবলম্বী হয়ে অভিনয় করা নাকি তাঁর ধর্মের বিরুদ্ধাচরণ! এরপর সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সমস্ত ছবি মুছে ফেলতে অনুরোধও করেছিলেন অনুরাগীদের।একবছর পর আরও একবার ভক্তদের উদ্দেশে একই আবদার রাখলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম ।
আমির খান অভিনীত দঙ্গল ছবির দৌলতে গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন জায়রা। তারপর কাজ করেছেন ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে। কিন্তু আচমকাই গতবছর বলিউড থেকে বিদায় নেওয়ার কথা জানান। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন। ফ্যান পেজগুলোর উদ্দেশ্যে লেখা বার্তায় জায়রার আবেদন, তিনি জীবনে নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছেন। তাই প্রত্যেকে যেন তাঁর সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেয়। এই একই বার্তা গতবছরও দিয়েছিলেন জায়রা। সেকথাও এই পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।
এর আগে অভিনয় কেরিয়ারে ‘দঙ্গল’-এর পর ফের আমির খানের সঙ্গে জুটি বেঁধে জায়রা ‘সিক্রেট সুপারস্টার’ও উপহার দিয়েছিলেন দর্শকদের। মাত্র দুটো ছবিতেই যে বলিমহলে সাড়া ফেলে দিয়েছিলেন জায়রা, তাতে কোনও সন্দেহ নেই। শান্ত, সৌম্য, মিষ্টি, শিশুসুলভ হাসিতে বলিপাড়ার অনেকেরই প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন এই কাশ্মীরি কন্যা। দুটো ছবিতেই বাগিয়ে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। ২০১৬ সালে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন জাতীয় পুরস্কার মঞ্চে। নেপথ্যে ‘দঙ্গল’। পরের বছরই আবার ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে তাঁর ঝুলিতে এসেছিল ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড। কিন্তু আচমকাই গতবছর জায়রার এভাবে বলিউড ছাড়ার বিষয়টি তাঁর ভক্ত থেকে শুরু করে অনেকেই মেনে নিতে পারেননি।
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “