নিজস্ব সংবাদদাতা : রামপুরহাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে হাটতলা সর্বজনীন দুর্গোত্সব। এবছর পূজো ৬৭ বছরের পড়ল। প্রতিবছর যেমন হয়, এবার তেমনই দ্বাদশীর দিনে অর্থাত্ বুধবার প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। সন্ধ্যার দিকে আচমকাই দাউদাউ করে জ্বলতে শুরু করে পুজো মণ্ডপ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে যখন দমকল ঘটনাস্থলে পৌঁছয়, ততক্ষণে সবশেষ। মণ্ডপের আর কিছুই অবশিষ্ট ছিল না, এমনকী, পুড়ে গিয়েছে প্রতিমাও। হাটখোলা সর্বজনীন দুর্গোত্সব কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত রায় বলেন, ‘আমরা আগেই বলেছিলাম মণ্ডপের সামনে কেউ বাজি পোড়াবেন না। তা সত্ত্বেও রকেট বাজি পোড়ানো হয়েছে। সেই রকেটের আগুন গিয়ে পড়ে মণ্ডপের উপরের ত্রিপলে। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। চোখের সামনে সমস্ত মণ্ডপ এবং প্রতিমা পুড়ে যেতে দেখলাম। দমকল আসার আগেই সব পুড়ে যায়। তবে দমকল কর্মীরা সম্পূর্ণ আগুন নিভিয়ে তারপর ফিরে যান। এদিকে উদ্যোক্তারা আবার পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন । সব ঠিকঠাক থাকলে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় মায়ের আরাধনা করা হবে বলে জানিয়েছেন হাটখোলা সর্বজনীন দুর্গোত্সব কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত রায় ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন