নিজস্ব সংবাদদাতা : ‘কর্মীরাই দলের সম্পদ। দলের কিছু নেতা আছে, যাঁরা কর্মীদের নাম ভাঙিয়ে খায়।’ ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁর হুঁশিয়ারি, ‘যাঁরা কর্মীদের চাকর-বাকর ভাবেন, ভাবাবেগ নিয়ে খেলেন, কর্মীরাই তাঁদের জবাব দেবেন। কর্মীরাই ওইসব নেতাদের ক্ষমতাচ্যুত করবেন।’ বনমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।হাওড়ার বালিতে একটি রক্তদান শিবির ছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বনমন্ত্রী, ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্য়ায় । সেখানে না নাম করে দলেরই কিছু নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, ‘বাজারে এরকম নেতাও বেরিয়েছে। যাঁরা ভাবেন, সময় এলে কর্মীদের ব্য়বহার করবে, সুবিধা নেবে। কর্মীরা কিছু চায় না, শুধু সম্মান চায়। এরা সেটুকু সম্মানও দেয় না। যারা বেশি নীতি আদর্শের কথা বলেন, তারাই জানে না নীতি-আদর্শ কী।’ রাজীবের হুঁশিয়ারি, ‘যেসব নেতারা কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ঢোঁড়েন, তাঁদের আগে আয়না নিজের মুখ দেখা উচিত। পিছনে ফিরে দেখা উচিত, নিজের কী অস্তিত্ব ছিল। আমি বলে যাচ্ছি, এইসব নেতাদের ২০২১ সালে ক্ষমতায় আসতে পারবেন না। এদের বিরুদ্ধে সকলে মিলে গর্জে উঠতে হবে।’ বনমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। কিছুদিন আগেই একটি অরাজনৈতিক অনু্ষ্ঠানে এমনটাই বলেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাহলে শুভেন্দুর পথেরই পথিক হবেন? বনমন্ত্রীকে নিয়ে এখন জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন