নিজস্ব সংবাদদাতা : মেরামতির কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের বিপত্তি দুর্গাপুর ব্যারাজে । লকগেটে ফাটলকে কেন্দ্র করে ফের জলসংকটের আশঙ্কা শিল্পাঞ্চলে। জানা গেছে, দুর্গাপুরে ব্যারাজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে ফাটল দেখা দিয়েছে।৩১ নং লকগেট ভেঙে যাওয়ায় মেরামতির জন্য দামোদরের জল শুকোতে লকগেট খোলা হয়েছিল। সেই গেট ভাল করে না বসার ফলেই এই বিপত্তি ।লকগেটের একদম নিচে পুরু রবারের যে বেল্ট থাকে তা নষ্ট হয়ে যাওয়ার জন্যেই ৩০ ও ৩১ নম্বর গেট দিয়ে জল বেরচ্ছে । এর ফলে জলাধারে জলও কমছে । যদিও শনিবার সকাল থেকেই ফাটল ধরা অংশে পাট ও বালি দিয়ে ভরাট করার চেষ্টা চালিয়েছে সেচ দপ্তরের কর্মীরা। সংশ্লিষ্ট দপ্তরের দামোদর হেড ওয়ার্কসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং বলেন,’সামান্য ফাটল হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দ্রুত মেরামতির কাজ চলছে।’ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।জল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কাছে কার্যত প্রায় অসহায় প্রশাসন। নিউটাউনশিপ থানার বিধাননগর হাউসিং এলাকার বাসিন্দারা জল না পেয়ে রাস্তা অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, সাত দিন পরেও সমস্ত জায়গায় পানীয় জল এলেও এই এলাকায় কেন আসেনি? দ্রুত পানীয় জল সরবারহের দাবিতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে আসে পুলিশও। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর লাহা ঘটনাস্থলে আসেন। সেখানে হাজির হন বিজেপি নেতা দেবাশিস রায়। তিনিও অবরোধে সামিল হন। শুরু হয়ে যায় দু’পক্ষের বচসা।’জল নিয়ে অযথা রাজনীতির করবেন না’, বলে বিজেপি নেতার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় কাউন্সিলরের। পরে অবশ্য এলাকা ছেড়ে চলেও যান ওই বিজেপি নেতা। প্রায় ৪৫ মিনিট পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন