নিজস্ব সংবাদদাতা : জঙ্গিরা যেন নিশানা করে ফেলেছে জম্মু-কাশ্মীরকে। যদিও এই নিশানা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার ভূস্বর্গকে নিশানা করতে দেখা গিয়েছে। তবে গত বেশ কয়েক সপ্তাহ ধরে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকার পরিস্থিতি, তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ এবং উদ্বেগজনক বলেই মনে করছে প্রতিরক্ষামন্ত্রক। জম্মুর শ্রীনগরের এইচএমটি এলাকায় জঙ্গি হানার ঘটনা ঘটে। আর তাতে দু জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। জানা গিয়েছে, সেনা টহলের সময় তাদের অতর্কিতে হামলা চালায় জঙ্গির দল। তাতেই শহীদ হয়েছেন দুজন সেনা জওয়ান। এলাকা জনবহুল থাকার কারণে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হয়নি। অন্যদিকে আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ। এবার উপত্যকার পুঞ্চে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। আর তাতেই প্রাণ গেল সেনা বাহিনীর এক জুনিয়ার কমিশনার অফিসারের। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এদিন পাক সেনার ছোঁড়া গুলি আর বারুদে গুরুতর জখন হয়েছেন পুঞ্চের এক স্থানীয় বাসিন্দা।দিগবার টাউন সেক্টর থেকেই প্রথম গুলি ছোঁড়া হয় বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের এই এলাকাটি ভারতের পুঞ্চ সেক্টরের ঠিক উল্টো দিকেই পড়ে। সেনা সূত্রে খবর প্রথম দিকে পাক সেনাকে প্রতিহত করতে ভারত পাল্টা জবাব দিলেও প্রথম দিকে হালকা অস্ত্রে তাক করে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রটি সেসব তোয়াক্কা না করেই ভারতের দিকে ভারী অস্ত্র চালনা করতে শুরু করে। পাক সেনার মূল লক্ষ্যই ছিল ভারতের নাগরিকরা। তাতেই গুরুতর চোট পান মহম্মদ রসিদ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল